অনেকেই আছেন যারা নতুন কাপড় পড়ার আগে ধুয়ে নেওয়ার প্রয়োজন মনে করেন না। কিন্তু! দীর্ঘদিন নতুন কাপড় ধুয়ে না পড়ার কারণে বড় ধরনের স্বাস্থ্য ঝুকি তৈরী হয় যার পরিণাম হতে পারে ভয়াবহ। এলার্জি কন্টাক্ট ডার্মাটাইটিস হল ত্বকের সংস্পর্শে আসা এলার্জেনের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কিত এক প্রতিক্রিয়া। এটি একটি বিলম্বিত প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যার ফলে চুলকানি কিংবা যথার্থ হতে পারে। এই চুলকানি বা দেহের স্থায়িত্ব কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত হয়।
ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের ত্বক ও চর্মরোগ বিষয়ক প্রফেসর বলেন আমরা যখন পোষাক থেকে এলার্জির কেস গুলো পাই তার বেশিরভাগ ই হয় কাপড়ে ব্যবহৃত একধরনের বিশেষ রঙ থেকে। এই রঙ গুলোকে ডিস্পারসড ডাই বা বিচ্ছুরিত রঙ বলা হয়। সিন্থেটিক কাপড় যেমন পলিয়েস্টার, নাইলন গুলোতে এই ধরনের ডিস্পারসড ডাইয়ের ব্যবহার হয় সর্বাধিক। না ধুয়ে এ ধরনের সিন্থেটিক কাপড় ব্যবহার করার কারনে সবচেয়ে বেশি এলার্জি জনিত চুলকানি, যা ফুসকুড়ির প্রাদুর্ভাব লক্ষ করা যায়।
ঘাম এবং ঘর্ষনের কারণে কাপড়ে ব্যবহৃত এই ধরনের রঙ বের হয়ে ত্বকের সংস্পর্শে আসে। যেসব জামাকাপড় পড়ে মানুষ ওয়ার্কাউট করে সেই ধরনের চকচকে, পানি প্রতিরোধী আর স্টেচ্যাবল উপাদানের তৈরী জামাকপড় সেগুলোই এসব এলার্জিক রিয়েকশনের জন্য সবচেয়ে বেশি দায়ী।
এই ধরনের রোগ এড়ানোর জন্য সবচেয়ে ভালো এবং উত্তম উপায় হলো ব্যবহারের আগে নতুন জামাকাপড় ভালো করে ধুয়ে নেওয়া। প্রথমেই জামাকাপড় ধুয়ে নিলে ব্যবহৃত রঙের পরিমান অনেকটাই কমে যায়। যার ফরে ত্বকে এলার্জিক রিয়েকশনের পরিমান ও কমে যায়। অনেক চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ব্যবহারের আগে নতুন জামাকাপড় গরম পানিতে কয়েকবার ধুয়ে নেওয়ার পরামর্শ দেন এবং পরিধান করার পর ও আবার গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরামর্শ দেন। বিশেষ করে সিন্থেটিক কাপড় ধোয়ার সময় অবশ্যই গরম পানি ও ডিটারজেন্ট ব্যবহার করা উচিত, এতে কাপড়ে ব্যবহৃত অতিরিক্ত ক্ষতিকর রঙের পরিমান অনেকটাই কমে আসে।
কাপড় পরিধানের আগে ধুয়ে নেওয়া এবং ভালো করে রোদ শুকানো উচিত। এর পাশাপাশি আমাদের লক্ষ রাখা উচিত সিন্থেটিক কাপড় ও নাইলন কিংবা পলিয়েস্টার কাপড় ব্যবহারে আরও সতর্ক হওয়া। সিন্থেটিক কাপড়ে সুতি কাপড়ের থেকে অনেক বেশি মেডিসিন এবং রঙ ব্যবহার করা হয় যেগুলো ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর।
0 Comments