Recents in Beach

কোন প্রাণী থেকে ছড়িয়েছে করোনাভাইরাস জানেন কি? জেনেনিন এখনি


করোনা ভাইরাস বর্তমান বিশ্বে একটি ভয়াবহ রূপ নিয়েছে। করোনার ভয়ে গোটা বিশ্ব এখন অবরূদ্ধ। এই ভইরাসটি চীনের ওহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পরেছে। একবার যদি এই ভাইরাসের উৎস বা প্রাণীটি শনাক্ত করা সম্ভব হয়, তাহলে রোগটি মোকাবেলা করা অনেক সহজ হবে। আসুন তাহরে জেনে নেই এই ভাইরাসের উৎস কি?

যে প্রাণী থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস:
করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্ক আছে চীনের উহানের দক্ষিণ সমুদ্রের খাবারের পাইকারি বাজারের সঙ্গে।

যদিও বেশ কিছু সামুদ্রিক প্রাণী করোনা ভাইরাস বহন করতে পারে (যেমন: বেলুগা তিমি), ওই বাজারটিতে অনেক জীবন্ত প্রাণীও থাকে, যেমন: মুরগি, বাদুর, খরগোশ, সাপ-এসব প্রাণী করোনা ভাইরাসের উৎস হতে পারে।

গবেষকরা বলছেন, চীনের হর্সশু নামের একপ্রকার বাদুরের সঙ্গে এই ভাইরাসের ঘনিষ্ঠ মিল রয়েছে।
বি:দ্র: পোস্ট টি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করি দিন।

Post a Comment

0 Comments