ব্লগার বা ব্লগ সাইট: আজকাল ব্লগ বানানো এবং নিজের একটি ব্লগ তৈরী করা অনেকটাই সহজ হয়ে গেছে। কারণ! আজ আমরা অনেক সহজে blogger.com বা WordPress software দ্বারা একটি personal ব্লগ বানিয়ে নিতে পারি। কারো সাহায্য ছাড়াই আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন একটি ব্লগ সাইট। কেবল, আপনার জিনিস গুলি একটু বুঝে নিতে হবে।
বর্তমানে লক্ষ লক্ষ লোকেরা ব্লগিং কে নিজের জীবিকা অর্জনের পথ হিসেবে বেছে নিয়েছে এবং এখান থেকে অনেক টাকা আয় করছে। আপনিও যদি চেস্টা করেন তাহলে আপনিও পারবেন। শুধু ধৈর্য্য রাখবেন এবং লেগে থাকবেন এর বাইরেও নিজের কাজের সাথে সাথে ব্লগিং এর বিষয়ে শিখতে থাকবেন। এতে আপনিও সফল হতে পারবেন।
কিভাবে একটি ব্লগ সাইট খোলবেন বিস্তারিত শিখতে নিচের ভিডিওটি দেখুন:
0 Comments