Recents in Beach

আবি ফিউচার পার্ক, ব্রাহ্মণবাড়িয়া



আবি ফিউচার পার্ক: শিক্ষা-সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে গড়ে ওঠা অন্যতম জনপদ ব্রাহ্মণবাড়িয়া। প্রাচীনকাল থেকেই এই জনপদের সুনাম রয়েছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে জেলাটি পরিচিতি পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে নানা ঐতিহাসিক পুরাকীর্তি ও দর্শনীয় স্থান। আবি ফিউচার পার্ক ব্রাহ্মণবাড়িয়ার নানা দর্শনীয় স্থানের একটি।


ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম বিনোদন কেন্দ্র আবি ফিউচার পার্ক। এটি মূলত একটি শিশু পার্ক। শহরের দক্ষিণে ভাদুঘরে এন্ডারসন খালের তীরে এই পার্কটি অবস্থিত। এন্ডারসন খাল কুরুলিয়া খাল নামেও পরিচিত। ব্যক্তি উদ্যোগে নির্মিত আবি ফিউচার পার্কটি নান্দনিক নানা আয়োজনের ভরপুর। বাহির থেকেই চোখে পড়বে পার্কের ভেতরের বিশাল আকৃতির ডাইনোসরটিকে।

শিশু-কিশোরদের জন্য নানা আয়োজনে পার্কটি সাজানো হয়েছে। দোলনা, নাগরদোলা, রাইডসহ টয়ট্রেনের ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য। জায়গাটিকে গাছপালা ও নানা স্থাপনার মাধ্যমে খুব দৃষ্টিনন্দন ভাবেই সাজানো হয়েছে। রয়েছে আকর্ষণীয় ডলফিন ফোয়ারা। পার্কের ভেতরে একটি লেকও তৈরি করা হয়েছে। লেকে রয়েছে প্যাডেল চালিত বোট। শিশু-কিশোরদের আনন্দঘন মুহূর্ত উপহার দিতে এমন নানান আয়োজন নিয়ে আবি ফিউচার পার্ক সব রকমের ব্যবস্থাই রয়েছে। এসবের পাশাপাশি এখানে একটি কনভেনশন হলও রয়েছে।

Post a Comment

0 Comments