Recents in Beach

খুশকি দূর করবে আদার রস


আমরা সাধারণত রান্নার কাজে আদা ব্যবহার করে থাকি। তবে, আপনি কি জানেন চুলের যত্নে আদার রস খুবই উপকারী। আদার রস শক্তিশালী একটি ভেষজ উপাদান, যা চুলের যে কোনো সমস্যার সমাধান করতে কার্যকর।

আদায় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান চামড়া এবং চুলের গোড়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। আদার রস চুলের গোড়ার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারে এবং খুশকি সমস্যা কমাতেও সাহায্য করে। এর পুষ্টিগুণ ও এসিডিক বৈশিষ্ট্যের কারণে চুলের জন্য উপকারী।

খুশকি এবং চুলের গোড়ায় চুলকানির সমস্যা দূর করতে আদার মাস্ক বানাবেন যেভাবে:

১) এক টুকরো কাঁচা আদা ছোট ছোট করে কেটে থেতলে নিন।

২) কুচোনো বা থেঁতলানো আদা অল্প পানি দিয়ে কম আঁচে ফুটিয়ে নিন। ধীরে ধীরে পানির রঙ বদলে হালকা ঘোলাটে হলুদ হয়ে উঠলে চুলা বন্ধ করে দিন।

৩) এখন আদার রস ছাঁকনি দিয়ে ভাল করে ছেঁকে নিন।

৪) ঠাণ্ডা হওয়ার পর আদার পানি একটি ছোট স্প্রে বোতলে ঢেলে রাখতে পারেন। সরাসরি আপনার চুলের গোড়ায় স্প্রে করতে পারেন মিশ্রণটি।

৫) স্প্রে করার পর আধ-ঘন্টা পর্যন্ত চুলের গোড়া আদার রসে ভিজতে দিন। তারপর একটি হালকা অ্যান্টি ড্র্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একবার আদার রস দিয়ে এভাবে চুলের যত্ন নিন। দেখবেন  আপনার খুশকির সমস্যা দূর হয়ে যাবে।

Post a Comment

0 Comments