করোনা ভাইরাস কী: করোনা ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। এটি এক ধরনের করোনা ভাইরাস। এই ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে, কিন্তু! এর মধ্যে মাত্র ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে।
বিজ্ঞানীরা বলেছেন, ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতোমধ্যে ‘মিউটেট করছে’, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। ফলে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে।
করোনা ভাইরাসের লক্ষণ: করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ গুলো হলে: সর্দি, কাশি থেকে নিউমোনিয়া। সেই সাথে প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট হয়ে থাকে। এটা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। এতে অ্যান্টিবায়োটিক কাজ করে না বলে এই ভাইরাস কাবু করা কঠিন। প্রাথমিক ভাবে এর উপসর্গও বোঝা কঠিন। তাই নিজেকে সাবধান রাখাই শ্রেষ্ঠ উপায়।
করোনা ভাইরাস প্রতিরোধ: আসুন জেনে নেওয়া যাক কি ভাবে এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করা সম্ভব:
১) নিজেকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২) প্রতিবার কোন কিছু ব্যবহার এবং খাওয়ার পূর্বে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন।
৩) অযথা হাত দিয়ে নাক বা মুখ ঘষা থেকে বিরত থাকুন।
৪) আক্রান্ত ব্যক্তি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
৫) হাঁচি বা কাশির সময় টিস্যু ব্যবহার করুন এবং ব্যবহারের পর তা ডাস্টবিনে ফেলে দিন।
0 Comments