Recents in Beach

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করবেন যেভাবে


আমরা অনেকেই হয়তো জানিনা যে, এখন পুলিশের বিরুদ্ধে আভিযোগ করা যাবে। কোন পুলিশ সদস্য (যে কোন পদের) যদি সাধারণ মানুষকে হয়রানি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আভিযোগ করতে পারবেন সেই ভুক্তভুগি। অভিযোগ প্রমাণিত হলে পুলিশের সব পর্যায়ের সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সম্প্রতি অনেক সময় সাধারণ মানুষকে ধরে নিয়ে টাকা দাবি, ক্রসফায়ার ও বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ এসেছে পুলিশের বিরুদ্ধে। এছাড়াও প্রায় প্রতিনিয়তই পুলিশের হাতে হয়রানির শিকার হওয়ার অভিযোগও করেছেন অনেকে। কিন্তু! মানুষ কোথায় অভিযোগ করবেন? সেটা জানা নেই। পুলিশের হাতে হয়রানির শিকার হলে অভিযোগ করার জন্য কয়েকটি মাধ্যম রয়েছে। আছে হটলাইনও। তবে, হটলাইনগুলো জরুরি সেবার ক্ষেত্রেই ব্যবহার করা সমীচীন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সরাসরি কল করে অভিযোগ: এ ব্যাপারে পুলিশ সদর দফতর সূত্র জানায়, পুলিশের হয়রানির বিরুদ্ধে অভিযোগ করার জন্য রয়েছে কয়েকটি মাধ্যম। তবে, এজন্য আলাধা ভাবে ‘আইজিপি কমপ্লেইন সেল’ নামে একটি সেল রয়েছে পুলিশ সদর দফতরে। পুলিশ সদস্যদের যেকোনও অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি অভিযোগ করার জন্য এই সেলে রয়েছে দুটি মোবাইল ফোন নাম্বার। নাম্বার দুটি হচ্ছে: ( +8801769693535+8801769693536 )। এ দুটি নাম্বারে ফোন করে কিংবা এসএমএস এর মাধ্যমেও আপনার অভিযোগ টি জানাতে পারবেন।

ই-মেইলের মাধ্যমে অভিযাগ: আপনারা তাদের ই-মেইল ঠিকানার মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর জন্য ই-মেইল ঠিকানা টি হচ্ছে: ( complain@police.gov.bd )। এই ঠিকানাতে লিখিত আকারে আপনার অভিযোগ টি জানাতে পারেন।

৯৯৯ এ কল করে অভিযোগ: হয়রানির শিকার যে কেউ ৯৯৯ এ কল করে অভিযোগ জানতে পারবেন। তবে, এটি জরুরি সেবার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই এখানে হয়রানির বিষয়ে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে “আইজিপি কমপ্লেইন সেল” এ মোবাইল কিংবা ই-মেইল ও ডাকযোগ করলেই ভালো হবে।

বি:দ্র: ভুয়া বা মিথ্যে অভিযোগ করলে আপনার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। তাই, যথাযথ প্রমাণ সহ অভিযোগ করবেন। প্রমাণ না থাকলে অভিযোগ করবেন না।

Post a Comment

0 Comments