Recents in Beach

পায়ের আঙুলের ফাঁকে ছত্রাকের সংক্রমণ? জেনে নিন প্রতিরোধের উপায়


শীতে অনেকেরই পা ঘামে। এসময় পায়ের আঙুলের ফাঁকে বা পুরো পা ছত্রাক দ্বারা সংক্রমিত হয়। একে চিকিৎসা বিজ্ঞানে টিনিয়া পেডিস বা অ্যাথলেটস ফুট বলা হয়।

এটি হলো পায়ের আঙুলের ফাঁকে চত্রাক সংক্রমণ, যার ফলে স্থানটি লাল হয় এবং চুলকায়। কখনো কখনো পায়ের সর্বত্র এই অবস্থার সৃষ্টি হয়। রোগটি সম্পূর্ণ ছোঁয়াচে, যে কোনো জনাকীর্ণ স্থানে খালি পায়ে হাঁটলে যে কারো এটি হতে পারে।

অ্যাথলেটস ফুট নিরাময়ে পা এবং পায়ের আঙুল গুলো সাধারণত সাবান ও পানি দিয়ে দৈনিক দু’বার পরিষ্কার করতে হবে, শুকাতে হবে। অনেকে আঙুলের ফাঁকে দিনে দু-তিনবার মধু মাখেন। এতে বিদ্যমান এসিড চত্রাক কোষগুলোর আর্দ্রতা শুষে নেয়।

তবে, বেশি জায়গা জুড়ে ছত্রাক আক্রান্ত হলে সেসব স্থানে মধু স্যাঁতস্যাঁতে উৎপাদনকারী ক্ষেত্র তৈরি করে। অ্যাথলেটস ফুটের সবচেয়ে ভালো চিকিৎসা হলো অ্যান্টি ফাংগাল বা ছত্রাক বিরোধী ঔষুধ। কিছু  উপায় অবলম্বন করলে অ্যাথলেটস ফুট প্রতিরোধ করা সম্ভব। আসুন তাহলে জেনে নেয়া যাক সে গুলো কি কি:

১) হোটেলের রুম, অ্যাথলেটিক লকার রুম, জনসাধারণের গোসলের স্থান, সুইমিংপুল এলাকা কিংবা অন্যান্য জনাকীর্ণ স্থানে কখনোই খালি পায়ে হাঁটা যাবে না।

২) কার্পেট বিছানো কিংবা সাধারণ মেঝের ওপর খালি পায়ে হাঁটা নিষেধ।

৩) দুই পায়ের পাশ, বিশেষ করে আঙুলের ফাঁক গুলো সম্পূর্ণ শুকানো রাখতে হবে।

৪) পায়ে পানি লাগার সঙ্গে সঙ্গে ভালো করে পা ও আঙুলের ফাঁক গুলো শুকাতে হবে।

৫) দিনে কমপক্ষে একবার কিংবা কোনো কাজে পা ঘেমে গেলে মোজা পাল্টাতে হবে।

৬) পা শুকনো রাখার জন্য খালি পায়ে থাকা অথবা মোজা ছাড়া খোলা স্যান্ডেল উত্তম ব্যবস্থা, এতে পায়ে ভালোভাবে বাতাস লাগতে পারে।

৭) মোজা পরলে অবশ্যই পাতলা সুতির মোজা ব্যবহার করবেন। কারণ! এ ধরণের মোজার মধ্য দিয়ে পায়ে বাতাস পৌঁছাতে পারে ও পায়ের ঘাম বাষ্প হয়ে উড়ে যেতে পারে।

৮) দিনে দুইবার মোজা পাল্টালে ভালো হয়। পা শুকানোর পর পায়ের আঙুলের ফাঁকে ট্যালকম পাউডার, বেকিং সোডা কিংবা ভেড়ার লোম প্রয়োগ করলে উপকার পাওয়া যায়।

৯) পরপর দু’দিন একই জুতা কখনোই ব্যবহার করবেন না। একদিন পরপর জুতা বদলে পরলে পা বেশি সময় শুকনো থাকবে এবং পায়ের দুর্গন্ধ ও ছত্রাক প্রতিহত হবে।

১০) জুতা কেনার সময় প্লাস্টিক কিংবা সিনথেটিক জুতা না কিনে চামড়ার জুতা কিনে ব্যবহার করবেন। কারণ চামড়ার জুতাতে বাতাস প্রবেশ করে এবং শুকনো থাকে, যেটা প্লাস্টিক বা সিনথেটিক জুতাতে সম্ভব হয় না।
সূত্র: লাইভসাইন্স।

Post a Comment

0 Comments