Recents in Beach

সাতটি রোগের সাধারণ সমাধান এই পেয়ারা পাতা


কি ভাবছেন? পেয়ারা পতার আবার কিশের গুন? শুনিনি তহ আগে, তাই তহ? আপনারা নিশ্চই অবাক হচ্ছেন। সত্যিই পেয়ারা পাতার অনেক গুন আছে যা অনেক রোগ থেকেই আপনাকে দুরে রাখবে।

কম-বেশি পেয়ারা আমরা সবাই অনেক পছন্দ করে থাকি। পেয়ারা ভর্তা এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। এই পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-এ, ভিটামিন-সি, পটাশিয়াম, লাইকোপেন। পেয়ারা যেমন ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর ঠিক তেমনি এর পাতায় ও রয়েছে অনেক উপকারি গুণ। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে পেয়ারার পাতার কিছু অসাধারণ স্বাস্থ্যকর গণের কথা। আসুন তাহলে জেনে নেই পেয়ারা পাতার গুণ গুলো সম্পর্কে:

১) পেয়ারা পাতার চা-১: পেয়ারা পাতার চা মানুষের ওজন কমাতে অনেক সাহায্য করে থাকে। এটি মানব দেহের চর্বি কমায় এবং পেটের খুদা কমিয়ে দেয়। এতে মানুষ কম খায় এবং ওজন কমে।

২) পেয়ারা পাতার চা-২: আপনার কি ডায়াবেটিস আছে? তাহলে এখনি পেয়ারা পাতার চা পান করুন। ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত পেয়ারা পাতার চা পান করা ভালো। এটি আপনার রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।

৩) পেয়ারা পাতার চা-৩: আপনি যদি নিয়মিত পেয়ারা পাতার চা পান করেন তাহলে তা আপনার রক্তের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সহায্য করবে।

৪) পেয়ারা পাতার চা-৪: পেয়ারা পাতার চায়ে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মানুষের ডায়রিয়া ও ডিসেনট্রি কমাতে সাহায্য করে।

৫) পেয়ারা পাতার চা-৫: পেয়ারা পাতার চা নিয়মিত পান করলে এটি আপনার কফ ও ব্রঙ্কােইটস কমাতেও সাহায্য করবে।

৬) কাঁচা পেয়ারা পাতা: পেয়ারা পাতার অ্যান্টি ব্যাকিটেরিয়াল উপাদানের জন্য এটি পাকস্থলীর সমস্যারোধে ভালো কাজ করে। এটি ফুড পয়জনিং রোধেও কাজ করে।

৭) পেয়ারা পাতার পানি: কিছু পেয়ারা পাতা নিন এবং একটি পাত্রে পানি নিয়ে পেয়ারা পাতা গুলো ফুটান। এর পর পানি ঠান্ডা হলে পানি দিয়ে আপনার মাথায় ম্যাসাজ করুন। এটি আপনার চুল পাড়ার সমস্যা দূর করবে।

Post a Comment

0 Comments