ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যাওয়া এখন হরহামেশাই ঘটছে। এমনটা হলে প্রথমেই করনীয় কাজ হলো, আপনার একাউন্ট রি-কোভার করা বা ফিরে পাওয়ার চেষ্টা যগি রিকভার করতে না পারেন তাহলে প্রথমেই এলাকার পুলিশ ষ্টেশনে গিয়ে জিডি করা। জিডি করার অভিজ্ঞতা না থাকলে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও আপনাকে সাহায্য করবেন। জিডি করা খুব সহজ। দায়িত্তরত পুলিশ কর্মকর্তা এর সামনে বসে আপনার সমস্যার কথা জানিয়ে একটা সাধারন ডায়েরি করবেন। জিডি বা সাধারন ডায়েরি করা শেষে আপনাকে জিডির একটি কপি দেওয়া হবে। এই কপিটি খুব যত্নের সাথে রেখে দিবেন।
জিডি করা শেষে আপনার দ্বিতীয় কাজ হবে তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয় এর সাইবার নিরাপত্তা হটলাইনে ফোন করে তাদের সাথে যোগাযোগ করা। সাইবার নিরাপত্তা হটলাইন নাম্বার টি হচ্ছেঃ +8801766678888 এই নাম্বারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা েএর মধ্যে যোগাযোগ করবেন। শুক্রবার বন্ধ থাকে। তারা জানতে চাইবে আপনার একাউন্ট টি পুনরুদ্ধার করতে চান? নাকি একাউন্টটি চিরতরে ডিলেট করে দিতে চান। আপনার সমস্যা শোনার পর তারা আপনাকে একটি ই-মেইল এড্রেস দিবে। ই-মেইল এড্রেস টি হচ্ছেঃ info@cybernirapotta.net এই ই-মেইল ঠিকানায় বা এড্রেসে এ আপনাকে কিছু প্রয়োজনিয় কাগজ-পত্র পাঠাতে বলবে।
ই-মেইল ঠিকানায় যে কাগজ-পত্র গুলো পাঠাতে হবে সেগুলো হচ্ছেঃ
১) জিডির স্ক্যান করা কপি।
২) ভোটার আইডি কার্ড এর রঙ্গিন স্ক্যান কপি (রঙ্গিন হওয়া আবশ্যক)।
৩) হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট এর লিংক।
৪) ইতিপূর্বে কখনও কোথাও ব্যবহার করা হয় নি এমন সম্পূর্ণ নতুন খোলা একটি ই-মেইল আইডি।
এই সব অ্যাটাচমেন্ট সহ ই-মেইল পাঠিয়ে দেওয়ার পর চাইলে আপনি আবার হটলাইনে কল করে ই-মেইল পেয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেন। এরপর তিন দিনের ভেতর আপনার হ্যাক হয়ে যাওয়া একাউন্ট টি উদ্ধার করে আপনাকে ফোন দিয়ে জানানো হবে।
বি:দ্র: এই পোস্ট টি যদি উপকারী মনে হয়ে তাহরে শেয়ার করে সবাইকে উপকার পাওয়ার সুযোগ করে দিন।
0 Comments