Recents in Beach

যেভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখবেন


এইচএসসি রেজাল্ট বা ফলাফল দুই ভাবে দেখতে পারবেন। সেগুলো হলো অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে।

যেভাবে অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখবেন:

১) অনলাইনে রেজাল্ট দেখতে আপনাকে ভিজিট করতে হবে https://eboardresults.com 

২) তারপরে SSC/HSC/JSC/Equivalent Result বাটনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে পরীক্ষা, পাশের সাল, বোর্ড, নির্বাচন করুন।

৪) এরপর, রেজাল্ট টাইপে Individual Result দিয়ে রোল, রেজিষ্ট্রেশন নম্বর লিখুন।

৫) এবার, Security Key অপশনে চিত্রে দেওয়া আক্ষরগুলো হুবহু লিখে অথবা সংখ্যা গুলো যোগ করে বসিয়ে Get Result বাটনে ক্লিক করুন।

৬) সকল তথ্য ঠিক থাকলে আপনি মার্কশিট সহ জেএসসি রেজাল্ট দেখতে পারবেন।

যেভাবে এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট দেখবেন:

HSC<space> Board's 1st three letters <space> Roll Number <space> Year লিখে ম্যাসজেটি ১৬২২২ নাম্বারে প্রেরন করুন। সাথে সাথে ফিরতি মেসেজ এ আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দিবে।

এসএমএস এর একটি উদাহরণ: HSC COM 123456 2019

বি:দ্র: রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান।

Post a Comment

0 Comments