Recents in Beach

যে সেটিংস গুলো করলে আপনার ফেসবুক একাউন্ট কখনো হ্যাক হবে না


আমরা প্রায়ই শোনে থাকি ফেসবুক আইডি হ্যাক হচ্ছে। মূলত দুর্বল পাসওয়ার্ড আর সিকিউরিটির কারণেই ফেসবুক আইডি বেশি হ্যাক হয়। তবে, কিছু উপায় আছে যা অবলম্বন করলে আর হ্যাক হবে না আপনার ফেসবুক একাউন্ট।

অনেকেই তাদের ফেসবুক একাউন্ট এর ব্যবহৃত ইমেইলের পাসওয়ার্ড ও ফেসবুকের পাসওয়ার্ড একই রেখে থাকেন। এটি কিন্তু মারাত্বক একটি ভুল। করণ! হ্যাকাররা যখন ফেসবুক একাউন্ট হ্যাক করে তখন দ্বিতীয় ধাপে তারা একই পাসওয়ার্ড দিয়ে ই-মেইল আইডি ও হ্যাক চেষ্টা করে। এবং কোন ভাবে যদি ই-মেইল আইডি হ্যাক করতে পারে তাহলে কিন্তু বড় বিপদ। এর ফলে ফেসবুক একাউন্ট রিকোভারী করার সম্ভবনা একেবারেই কমে যাবে। পাশাপাশি ইমেইলটিও হারালেন। যেখানে হয়তো আপনার রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

ফেসবুক আইডিতে ব্যবহার করা ই-মেইল ও ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখুন। কারণ! হ্যাকাররা সাধারণত ফেসবুক হ্যাক করার পর ই-মেইল এড্রেস বদলে ফেলে। আর ই-মেইল এড্রেস বদলে ফেলতে পারলে হ্যাকিং হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাওয়া কঠিন হয়ে যাবে। হ্যাকিং হওয়া একাউন্ট উদ্ধারের একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।

অন্য কারো কম্পিউটার বা মোবাইল বা আইপ্যাডে ফেসবুক লগ েইন করলে কাজ শেষে অবশ্যই লগ আউট করতে ভুলবেন না। এক্ষেত্রে পাসওয়ার্ড রিমেম্বার দেওয়া যাবে না।

পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যেই Cache এবং Cookies ডিলেট করতে হবে।

মেইল আসা সফটওয়্যার সেট আপ দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন। অনেক সময় এ রকম ফাইল দিয়ে তথ্য চুরির চেষ্টা করা হয়।

ফেসবুক একাউন্টে আপনার মোবাইল নম্বর দিয়ে রাখুন। এরপর Account Settings এর Security এর পাশে লিখা Change অপশনে Login Notifications এর নিচে লিখা Send me a text message সিলেক্ট করুন। এতে আপনার ব্যবহৃত ডিভাইস (যেমন আপনার নিজের কম্পিউটার, মোবাইল) ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হলে আপনার মোবাইলে বার্তা চলে আসবে। এরপর Login Approvals  এর নিচে লিখা Require me to enter a security code sent to my phone সিলেক্ট করুন। এতে কেউ আপনার একাউন্ট এ লগ ইন করার চেষ্টা করলে সাথে সাথে আপনার মোবাইলে কোড আসবে এবং লগ ইন করার জন্য সেই কোড টি চাবে। এই কোড টি ছাড়া কোন ভাবেই লগ ইন করা সম্ভব হবে না।

বি:দ্র: এই পোস্ট টি যদি উপকারি মনে হয় তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের উপকারিত হওয়া সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments