Recents in Beach

হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ


বিশ্বে মানুষের মৃত্যুর সবচেয়ে বড় করণগুলোর একটি হার্ট অ্যাটাক। বলা হয়, বিশ্বে এক তৃতীয়াংশ মৃত্যুর জন্যে দায়ী হার্ট অ্যাটাক বাহৃদরোগ। বাংলাদেশেও হার্ট অ্যাটাক বা হৃদরোগ আজকাল খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

প্রায়শই হার্ট অ্যাটাকের প্রাথমিক উপসর্গগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। অথচ চিকিৎসকেরা বলছেন, প্রাথমিক উপসর্গগুলো দেখে সাবধানতা অবলম্বন করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের এক গবেষণার বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, হৃদরোগের প্রাথমিক উপসর্গ খেয়াল না করলে তার ফলে কেবল মৃত্যু নয়, বেঁচে থাকলেও অনেক জটিলতা নিয়ে নিয়ে বাঁচতে হয়।

আসুন তাহলে জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাকের লক্ষণ:

১) বুকে ব্যথা, চাপ চাপ ব্যথা, বুকের এক পাশে বা পুরো বুক জুড়ে ভারী ব্যথা।
২) শরীরের অন্য অংশে ব্যথা। মনে হতে পারে ব্যথা শরীরে এক অংশ থেকে অন্য অংশে চলে যাচ্ছে। যেমন: হতে পারে বুক থেকে হাতে ব্যথা। সাধারণত বাম হাতে ব্যথা হয়, কিন্তু! দুই হাতেই ব্যথা হতে পারে।
৩) মাথা ঘোরা বা ঝিমঝিম করা।
৪) ঘাম হওয়া।
৫) নিঃশ্বাস বন্ধ হয়ে আসা।
৬) বমি ভাব হওয়া।
৭) বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগা।
৮) সর্দি বা কাশি হওয়া।
৯) বেশিরভাগ সময় বুকে ব্যথা খুবই তীব্র হয়, ফলে শরীরের অন্য অংশে ব্যথা অনেকে টের পান না।
১০) আবার কারও ক্ষেত্রে হয়তো বুকে ব্যথা অনুভব নাও হতে পারে। বিশেষ করে নারী, বয়স্ক মানুষ এবং যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে।
১১) চিকিৎসকেরা জানিয়েছেন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, বুকে ব্যথা বা অজ্ঞান হয়ে যাবার মত ঘটনা সাধারণ হার্ট অ্যাটাকের এক মাস আগে হয়।

সূত্র: বিবিসি।

Post a Comment

0 Comments