শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার কারীদের মাঝে মধ্যেই বিব্রত হতে হয়। দেখা যায় নিজের একাউন্টের দখল নিজের কাছে থাকে না। একাউন্ট হ্যাকিংয়ের শিকার হলে এমনটি ঘটে। তবে, হ্যাক হলেও চিন্তার কোন কারণ নেই। ফিরে পাওয়া যায় সেই একাউন্ট। হ্যাক হওয়ার পর আইডিটি উদ্ধার করতে কয়েকটি ধাপে কাজ করতে হয়। আসুন তাহলে জেনে নেয়া যাক হ্যাক হয়ে যাওয়া আইডি ফিরে পাওয়ার উপায়:
হ্যাক হওয়া আইডি ফিরে পেতে প্রথমে এড্রেস বার থেকে https://www.facebook.com/hacked এ লিংকে প্রবেশ করতে হবে।
এরপর My Account Is Compromised এ ক্লিক করতে হবে।
তারপর ফোন নম্বার, ই-মেইল কিংবা ইউজার নাম দিয়ে একাউন্টটি শনাক্ত করতে হবে।
ই-মেইল কিংবা ইউজার নেইম দিয়ে একাউন্ট সার্চে ক্লিক করলে Security Check অপশনে ক্যাপচা এন্ট্রি করতে হবে। এরপর একাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে। এরপর নিরাপত্তামূলক কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে। কয়েক ধাপে সেগুলোর সঠিক তথ্য দিলে হ্যাক হওয়া আইডি ফিরে পাওয়া যাবে। তবে শর্ত একটিই একাউন্টে সব তথ্য সঠিকভাবে দিতে হবে।
অন্যান্য বিকল্প পদ্ধতি সমূহ:
১> যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইন একাউন্টটি ঠিক থাকে তবে এই https://ssl.facebook.com/reset.php লিঙ্ক থেকে রিকুয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে।
২> যদি ওপরের লিঙ্কে কাজ না হয় তবে আপনার পাসওয়ার্ডটি পাওয়ার জন্য এই https://www.facebook.com/help/-identify.php?show_for-m=hack_login_Changed লিঙ্কে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
৩> যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে এই https://ssl.facebook.com/help/contact.php?show_from=hacked_self_recovery লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবে।
আইনের সহযোগীতা নিন: ফেসবুক একাউন্ট হ্যাক করে আপনাকে সহজেই বিপদে ফেলতে পারে হ্যাকাররা। তই হ্যাক হওয়া একাউন্টটি যদি কোনভাবেই উদ্ধার করতে না পারেন তাহলে দেরি না করে অবশ্যই সাথে সাথে আইনের সহযোগিতা নিন। অর্থাৎ পুলিশ এবং বিটিআরসিকে জানিয়ে রাখুন যাতে পরবর্তীতে আপনার একাউন্ট ব্যবহার করে কেউ অপরাধমূলক কোন কাজ করলে আপনি বেচে যান।
আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার সামনে দুটি উপায় খোলা থাকে:
১) আপনার একাউন্ট টি পুনরুদ্ধার করা।
২) আপনার একাউন্ট টি চিরতরে ডিলেট করে দেওয়া।
বি:দ্র: পোস্ট টি তে উপকার পেলে শেয়ার করে অন্যদের ও উপকারিতা পাওয়ার সুযোগ করে দিন।
0 Comments