ক্যান্সার খুবই ভয়ানক ব্যাধি। এই ক্যান্সারকে মরণব্যাধিও বলা হয়ে থাকে। ক্যান্সার অনেক ধরনের হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে গলায় ক্যান্সার হওয়া।
এই ক্যান্সারে বেশি আক্রন্ত হয়ে থাকে পুরুষরা। প্রথম পর্যায়ে যদি এই ক্যান্সার ধরতে না পারা যায় তবে, প্রাণ সংশয়ও বেড়ে যায়। আর যদি প্রথম পর্যায়ে ক্যান্সার ধরা পড়ে তাহলে চিকিৎসা দ্রুত শুরু করা হলে সেরে ওঠার সম্ভবনাও থাকে। এর জন্য জানা থাকা প্রয়োজন গলার ক্যান্সারের লক্ষণগুলো। আসুন তাহলে জেনে নেয়া যাক সেই লক্ষণগুলো:
১) যদি এক সপ্তাহের বেশি সময় ধরে কাশি হয়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিৎ। গলার ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে কাশি। গলার ক্যান্সারে আক্রান্ত হলে গলায় ব্যথা এবং খাবার গিলতে সমস্যা হতে পারে। এমন কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা করা উচিৎ নয়। ৪ থেকে ৫ দিন কানে ব্যথা থাকলে অবহেলা করা উচিৎ না। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিৎ।
২) কখনো কখনো বিভিন্ন করণেই মুখে ঘা হয়। কিন্তু! সেই ঘা যদি ১৫ থেকে ২০ দিনে ভালো না হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ। বয়ঃসন্ধির কারণে ছেলেদের কণ্ঠস্বর বদলে যায়। কিংবা ঠান্ডা লাগার কারণেও কখনো কখনো কণ্ঠস্বর ভেঙে যায়। এটা স্বাভাবিক। কিন্তু! অসময়ে গলা ভেঙে গেলে এবং তা অনেকদিন ধরে না সারলে চিন্তার কারণ হতে পারে।
৩) মুখে এবং গলায় অনবরত ব্যথা, মুখের ভেতরে সাদা দাগ, খাবার দিলতে সমস্যা, নিচের চোয়াল নাড়াতে সমস্যা, অজানা কারণে দাঁত নড়বড়ে হওয়া কিংবা উঠে আসা, মুখ ফুলে যাওয়া, ঠোঁটে অসাড়তা, গালের ভেতরে বা জিহ্বায় ক্ষত ও ঘাঁ অথবা জিহ্বা থেকে রক্ত পড়া। অনবরত কফ-কাশি বা স্বরভঙ্গ এবং কফের সঙ্গে রক্ত বের হওয়া। মুখের ভেতরে এবং গলায় এ রকম পরিবর্তনগুলো ক্যান্সারের লক্ষণ হতে পারে।
0 Comments