ফেসবুক পেইজ মনিটাইজ করে টাকা ইনকাম করবেন কিভাবে?
আমরা জানি ইউটিউবে ভিডিও আপলোড করে চ্যানেল Monetize করে ইনকাম করা যায়। ইউটিউবের মতো এখন আপনার ফেসবুক পেইজ টি ও Monetize করে ভিডিও আপলোড করে এতে অ্যাড দেখানোর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
আমরা যারা ফেসবুক চালাই তারা ফেসবুকে বিভিন্ন সময় ভিডিও প্লে করলে এর মাঝে এ্যাড আসতে দেখে থাকি। যেমনটা ইউটিউবে দেখা যেতো। জিঁ হ্যাঁ এখন সেটা ফেসবুকেও আপনি করতে পারবেন। এখন ফেসবুকে আপনি আপনার ভিডিও আপলোড করে টাকা ইনকার করতে পারবেন।
ফেসবুক পেজ Monetize করার নীতিমালা গুলো:
ফেসবুক পেজ Monetize করার জন্য ফেসবুকের কিছু নীতিমালা আছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। বিশেষ করে আপনার ভিডিও এর মাধ্যমে কাউকে আঘাত দেওয়া, বাজে কথা প্রকাশ বা অঙ্গভঙ্গি ইত্যাদি করা যাবে না। এছাড়াও আরো বেশ কিছু নীতিমালা আছে যার ব্যতিক্রম হলে আপনার পেজটি Monetize থেকে বাতিল হতে পারে। আপনার পেজটি Monetize করার জন্য যোগ্যতা প্রয়োজন তা আপনি এখান থেকে দেখতে পারেন। অথবা অপনার পেইজটি মনিটাজ এর যোগ্য কিনা তা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন> Click here
ফেসবুক পেইজ Monetize করার ধাপ সমূহ:
আপনার ফেসবুক পেইজটি Monetize করার জন্য প্রস্তুত হলে প্রথমে এই লিংকে যাবেন। আপনার যদি একের অধিক পেইজ থাকে তবে আপনার সকল পেজ একটি অপশন থেকে দেখতে পারবেন। নিম্নের মতো করে।
এখানে ১ নং দ্বারা যে অংঙ্কনটি করা রয়েছে এইখান থেকে আপনি আপনার সকল পেইজ দেখতে পারবেন। পেইজ Monetize করার জন্য আপনাকে ২ নং অপশনে ক্লিক করতে হবে।
দ্বিতীয় অপশনে ক্লিক করার পর নিম্নের ছবির মতো একটা পেইজ দেখতে পাবেন। সেখানে আপনি আবারও আপনার সকল পেইজ গুলোর নাম দেখতে পাবেন। এখন আপনি আপনার যেই পেইজ টি Monetize করতে চান সেই পেইজটির নামের উপর ক্লিক করুন।
আপনি Monetize করার জন্য যে পেইজটি বাছাই করেছেন তা Monetize করার জন্য যোগ্য কিনা আপনি সহজেই এখান থেকে তা দেখতে পারবেন।
আপনার পেইজটি যদি Monetize করার যোগ্য হয় তবে সবুজ বৃত্তটি বড় করে দেখাবে (ছবি নিম্নে সংযুক্ত করা হলো) এবং লিখা থাকবে “Congratulations! Your page is ready to earn money."
আর যদি আপনার পেইজে সামান্য কিছু সমস্যা থাকে তবে হলুদ বৃত্তটি বড় করে দেখাবে এবং যদি আপনার পেইজটি কোনভাবেই Monetize এর জন্য প্রস্তুত না থাকে তবে নিম্নের মতো লাল চিহ্নটি বড় করে দেখাবে।
আপনার পেইজটি Monetize করার জন্য যোগ্য হলে পরের কিছু ধাপ অনুসরন করে আপনি আপনার পেইজটি Monetize করতে পারবেন। যেহেতু আমার পেইজে কোন ভিডিও বা পেইজটি একেবারেই নতুন তাই আমার পেজটি Monetize করার জন্য এখনো প্রস্তুত না। তার ফলে আমি আপনাদের পরের ধাপগুলি দেখাতে পারলাম না, যার জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী। তবে আশাকরি আপনি পরের ধাপগুলি আপনারা সহজেই করে নিতে পারবেন। যদি আপনার পেইজটি Monetize এর জন্য প্রস্তুত থাকে।
0 Comments